Wednesday, April 19, 2006

 

একলা বৈশাখ

তেমন করেই কাটছিলো দিন যেমন করে কাটে ধন-ধাণ্যে-পুষ্পে-ভরা যৌবন বৈঠকে সাগরপাড়ে বেড়াতে এসে হাতে নিয়েছো বালি শাঁখায় পলায় সিঁদুরখেলায় – শিশুর করতালি জলের দিকে তাকিয়ে দেখো কেমন যেন চেনা সাগরে কিংবা পুকুর ঘাটে ছায়ার মতো চেনা আসলে সব ই ভীষন সোজা জলের মতন সহজ আসলে তুমি ইচ্ছে-নামে তাকে ডাকতে পারো চাইতে কিছু শেখোনি তুমি না চাইতে সব পাওয়া ডাকতে গিয়ে থমকে গেছো ঠোঁট কামড়ে কষ্ট চাপো নিরবতায় হারিয়ে ফেলো অতলান্ত চাওয়া ডাকতে তুমি শেখোনি তাই দুচোখ ভরে চাওয়া চিবুক খানি নামানো থাকে গোপন অনুরাগে একলা মানুষ ভিড়ের মধ্যে একলা বৈশাখে ১৯ শে এপ্রিল, ২০০৬
Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?